Lichur Bagane Lyrics (লিচুর বাগানে লিরিক্স) | Taandob | Shakib Khan | Sabila | Pritom | Xefer | Gen Z Music

 

Lichur Bagane Lyrics

Song: Lichur Bagane
Movie: Taandob
Cast: Shakib Khan | Sabila
Singer: Pritom | Xefer


Lyrics Writer Gen Z Music



কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!
কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!

কমলার বাগানে সই গো
কমলার বাগানে!
কমলার বাগানে সই গো
কমলার বাগানে!
কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!
কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!

কেমন প্রেমিক তুই বন্ধুরে
বেড়া দেইখা কাপিস ভয়ে,
কেমন প্রেমিক তুই বন্ধুরে
বেড়া দেইখা কাপিস ভয়ে।

পারলে বেড়া ডিঙ্গা আসো
পারলে বেড়া ডিঙ্গা,
পারলে বেড়া ডিঙ্গা আসো
জায়গা দিমু এই অন্তরে!

কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!
কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!

শোনেন শোনেন গ্রামবাসী শোনেন দিয়া মন,
এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন।
স্বাধীন বাবা ভালো বাইসা ধরলো গানের সুর,
সেই সুরনির সাথে মনে ফুটলো প্রেমের ফুল।
ফুল আর সুরে হইয়া গেলো কানাকানি,
মন লেনদেন হইলো সাক্ষি আসমান, জমিন, পানি।
মন লেনদেন কইরা তারা গলায় ধরলো গান,
সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রান।

আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে,
এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে এ হৃদয়ে।
শুধু তোমারী সুভাশ এ হৃদয়ে,
ডুবে ভাসে মনের মাঝে।
তুমি খুব দূরে আবার খুব কাছে,
দেয়াল দিলেও তাতে কি যায় আসে।

আমার মনে লাগে সন্ধে,
আমার মনে লাগে।
আমার মনে লাগে সন্ধে,
বন্দে বুঝি জাদু জানে।

কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!
কে দিলো পিরিতের বেড়া
লিচু রো বাগানে!

আরে,
কমলার বাগানে সই গো,
কমলার বাগানে!
কমলার বাগানে সই গো,
কমলার বাগানে!
কে দিলো পিরিতের বেড়া,
লিচু রো বাগানে!
কে দিলো পিরিতের বেড়া,
লিচু রো বাগানে!




Watch In Video


Post a Comment

Previous Post Next Post